PDF file create

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা বিভিন্ন টিপস এর জন্য অনলাইনে PDF ফাইল খুজি কিন্তু পদ্ধতি না জানার কারনে PDF ফাইল খুজে পাইনা।

আজ আমি আপনাদের যে পদ্ধতি টা শিখাবো এই পদ্ধতির এর মাধ্যমে আপনি অতি সহজে অনলাইনে আপনার প্রয়োজনীয় PDF ফাইলটি খুজে পাবেন। (ইনশাআল্লাহ)
প্রথেমGoogle এ প্রবেশ করুন।

এবার আপনার প্রয়োজনীয় ফাইলটির নাম লিখুন নিচের মত করে।

অথ্যা আমরা যে PDF ফাইলটি খুজবো সে ফাইলের নামের শেষে একটা স্পেস দিয়ে এই লেখাটি লিখব । (filetype:pdf )
তাহলে নিচের মত অনেক গুলো আপনার লেখা অনুযায়ী পেজ আসবে।

এবার আপনার প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করে ডাউনলোড করেনিন।

এভাবে বাংলা PDF কম্পিউটার টিপস ফাইল ও যে কোন PDF বই খুজতে পারবেন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজ এই পর্যন্ত।

প্রিয় টিউনসে যুক্ত কর
22
নির্বাচিতটিউন মনোনয়ন
5 বিভাগ: টিপস এন্ড ট্রিকস
ট্যাগ: PDF ফাইল ডাউনলোড, ইন্টারনে

Comments