Optimized just now
http://e-learningbd.com/bn/2015/08/earn-money-from-youtube-how-to-setup-your-channel/

Click for Easy Learning
Home » টিউটোরিয়াল » ইউটিউব থেকে আয়- কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সেটআপ করবেন (পর্ব-২)
ইউটিউব থেকে আয়- কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সেটআপ করবেন (পর্ব-২) 4
আমাদের এই শেখার মূল উদ্দেশ্য ইউটিউব এ নিজস্ব একটি চ্যানেলের মাধ্যমে আয় করা। গত পর্বে শিখেছি কিভাবে একটি জিমেইল একাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে সংযোগ স্থাপন করা যায়। সেই সঙ্গে সাবস্ক্রাইব করার নিয়মও শিখেছি। এটি ছিল একেবারে প্রাথমিক ধাপ। কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সেটআপ করবেন? এবার আপনি নিজের জন্য ইউটিউবে একটি চ্যানেল কিভাবে সেটআপ করতে হবে তা শিখবেন। নিজস্ব ইউটিউব চ্যানেল থাকলে মন্দ হয় না। বেশ তো এই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক প্রচার-প্রপাগান্ডা, শিক্ষামূলক ভিডিও ছড়িয়ে দিতে পারবেন অনলাইন বিশ্বে। এমনকি এই ভিডিও সমূহ আপনার নিকট আয়ের উৎস হয়ে দাড়াবে এতে কোনোই সন্দেহ নেই।
 
তাহলে এবার আসুন ইউটিউবে নিজস্ব একটি চ্যানেল সেটআপ করি।
এজন্য প্রথমে আপনার জিমেইল আইডিতে সাইন ইন করা অবস্থায় থাকতে হবে।
এরপর ব্রাউজার প্রোগ্রামে গিয়ে লিখিhttps://www.youtube.com/
তারপর  চিহ্ন স্থানে ক্লিক করে My Channel এ ক্লিক করি।
প্রথম পর্যায়ে এখানে একটি উইন্ডো আসবে যেখানে শিরোনাম লেখা থাকবে- Set up your channel on You Tube
আপনার ছবি এবং প্রয়োজনীয় তথ্য ঠিকঠাক লেখা আছে কিনা তা দেখে নিই।
এরপর Continue বাটনে ক্লিক করি নিজস্ব চ্যানেল সেটআপ করার জন্য।
বামপার্শ্বে যে ছবির মতো ঘর রয়েছে তাতে চ্যানেল আইকন সেট করতে পারবেন। এজন্য ছবি উপরে ক্লিক করুন।
তারপর যে অপশন আসবে সেখানে Edit on Google+ ক্লিক করার মাধ্যমে গুগল প্লাস একাউন্টের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবেন।
এবার চ্যানেল আইকিন এর জন্য নির্দিষ্ট ছবি সিলেক্ট করার অপশন আসবে।
এখানে আপনার কম্পিউটার হতে প্রোফাইলের উপযোগী একটি ছবি সিলেক্ট করুন।
Open এ ক্লিক করলে ছবিট সিলেক্ট হয়ে যাবে।
প্রয়োজনে ছবি রিসাইজ করতে পারেন। এরপর Set as profile photo এ ক্লিক করুন।
এবার প্রোফাইলের ছবি সম্পর্কে সংক্ষেপে লিখুন।এরপর Share অপশনে ক্লিক করুন।
ফলে গুগল প্লাস এ আপনার প্রোফাইল ফটো সেট হয়ে যায়।
এরপরে ইউটিউবে Add channel art বাটনে ক্লিক করুন।
এখানে Gallery থেকে আপনার চ্যানেলের জন্য ছবি সিলেক্ট করতে পারেন কিংবা আপনার কম্পিউটার থেকে ছবি নির্বাচন করতে পারেন।
আপাতত গ্যালারি থেকে ছবি সিলেক্ট করি।
দেখুন তো এবার কেমন লাগে? আপনি আরো সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেল সাজিয়ে তুলতে পারেন।
এবার আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করার জন্য উপরের দিকে ডানপাশে Upload বাটনে ক্লিক করুন।
আবারও স্মরণ করিয়ে দিতে চাই ইউটিউব চ্যানেলে প্রকাশের উপযোগী আপনার ভিডিওটি কোনোভাবে অন্যকোনো চ্যানেলে প্রকাশ পেয়েছে কিংবা হুবহু কপি করা যাবে না যা ইউটিউবের নিয়ম-কানুনের পরিপন্থি হয়। মূলকথা, আপনার নির্মাণকৃত ভিডিওটিতে স্বকীয়তা বা নিজস্বতা থাকবে যার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা প্রকাশ পাবে।
ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী পর্বে শিখতে পারবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন।

Comments